সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে
আকাশে বাতাসে বসন্ত সুবাসে
কোকিলেরও কুহূ ডাকে তারই ছোঁয়া
ওলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যাই
ডাকে মোরে তারই ছায়া
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তারে
ডানা মেলে
এপাড়ে ওপাড়ে দুয়ারে দুয়ারে শহরের
খোঁয়াড়ে আঁকা মিছিলে
আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেন সে বোঝেনি হায় শোনেনি জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে আহারে কোথায় পাব তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে
শিরোনামঃ বাড়াবাড়ি
কথাঃ আসিফ ইকবাল
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
অ্যালবামঃ বাড়াবাড়ি
আমার ভেতরে আছো তুমি
আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে
অজানার পথে নামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
দু:খের ভেতরে তুমি সুখী
আর সুখের ভেতরে দু:খী
দুচোখ বুজে চলোনা এবার
নিয়ে ফেলি ঝুঁকি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন…
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি
কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
শিরোনামঃ একাকিত্বে
কথাঃ প্রিন্স মাহমুদ
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ প্রিন্স মাহমুদ
সঙ্গীতায়োজনঃ ইমন চৌধুরী
অ্যালবামঃ ভূমিপুত্র
একাকিত্বের কোনো মানে নেই
কোনো মানে নেই
নিরব চিত্তে গান নেই
কোনো গানে নেই
হলদে বাতাসে ওড়ে
খসে পড়া পাখির পালক
স্মৃতি জাল হাতড়ে মরে
কোন এক বিষণ্ণ বালক
আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?
কাঁটাছেঁড়া,
গাঢ় রাতের আলাপন
তবে প্রস্থান কেন এমন
বিনিদ্রক্ষন সঙ্গী যখন
এ কোন জীবন
এ কোন জীবন
বদলে গেছে
আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?
একাকিত্বের কোনো মানে নেই
কোনো মানে নেই
নিরব চিত্তে গান নেই
কোনো গানে নেই
হলদে বাতাসে ওড়ে
খসে পড়া পাখির পালক
স্মৃতি জাল হাতড়ে মরে
কোন এক বিষণ্ণ বালক
আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?
إرسال تعليق